ফেরিঘাটে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: টেম্পু চালকের বিরুদ্ধে মামলা

Passenger Voice    |    ০১:০৬ পিএম, ২০২৪-০৪-৩০


ফেরিঘাটে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: টেম্পু চালকের বিরুদ্ধে মামলা

কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে সিএনজি চালিত টেম্পুর চাপায় কলেজ শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার (১৮) মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে টেম্পু চালক রেজাউল করিম জিসানকে (২১) আদালতে পাঠানো হয়েছে।

টেম্পু চালক রেজাউল করিম জিসান উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে।

সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত কলেজশিক্ষার্থীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় এই মামলা দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পুটি জব্দ ও টেম্পু চালককে আটক করা হয়েছিল। মামলা দায়েরের পর চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

সোমবার সকাল ১০টার দিকে বোয়ালখালী থেকে নগরের কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপায় শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মারা যান। সে বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির মো. হাসানের মেয়ে।


প্যা/ভ/ম